নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনে অংশগ্রহণ বা সক্রিয় রাজনীতিতে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৫ আগস্ট) বার্নামায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “না, আমি এমন লোক নই। আমার এমন কোনো সুযোগ নেই।”
তিনি জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার মূল দায়িত্ব হচ্ছে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করা।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের এক বছরের মেয়াদে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার মতে, এই সময়ের অন্যতম বড় সাফল্য হচ্ছে ঐকমত্য কমিশন গঠন, যা নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি বলেন, “এই কমিশন ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছে। আমরা এখন প্রায় শেষ ধাপে পৌঁছেছি। আশা করছি, এ মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।”
প্রতিবেদনটি প্রকাশের পর একটি গণগ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা চলছে। সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট— এমন বিতর্কিত বিষয়েও রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, “অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি সত্যিকারের নির্বাচন পাবে। আগের তিনটি নির্বাচন ছিল ‘মিথ্যা’— মানুষ ভোট দিতে যায়নি, কেউ জানতেও পারেনি সেখানে কী ঘটেছে।”
তার ভাষায়, “এবারের নির্বাচনটি তাদের জন্য, যারা আগের আমলে ভোট দিতে পারেনি। লাখ লাখ ভোটার এবার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
১২৩ বার পড়া হয়েছে