শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে ধানমন্ডিতে কড়া নিরাপত্তা

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদতবার্ষিকী। এই দিনকে ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ কর্মীরা সাধারণ পোশাকে জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পরই বাড়ানো হয় নিরাপত্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
এছাড়া ফেসবুকসহ সামাজিক মাধ্যমে যারা উত্তেজনাকর পোস্ট বা অপপ্রচার চালাচ্ছে ও কর্মসূচির ডাক দিচ্ছে, তাদের বিরুদ্ধে নজরদারি করছে ডিএমপির সাইবার ইউনিট। তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে সিটিটিসি, ডিবি ও অন্যান্য গোয়েন্দা ইউনিট।
আওয়ামী লীগ কর্মী সন্দেহে চারজন আটক
বৃহস্পতিবার রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চারজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করে পুলিশে দেয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ভিডিও কলে কারও সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি শেয়ার করছিলেন। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তির প্রোফাইলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে পুলিশ এসে ওই ব্যক্তিসহ আরও তিনজনকে আটক করে।
শ্রদ্ধা জানাতে এসে হয়রানি
ফিরিয়ে দেওয়া হলো সাধারণ মানুষকেও। শুক্রবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়, তবে তাদের অনেকেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে হয়রানির শিকার হন। সকাল ৯টার কিছু পর এক দম্পতি তিন সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গেলে স্থানীয় কিছু দলীয় কর্মীর বাধার মুখে পড়েন। পরবর্তীতে পুলিশ তাদের নিরাপদে সরিয়ে নেয়।
একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের অপর পাশে পৃথক দুই ব্যক্তি ফুল নিয়ে আসলেও তাদের চড়-থাপ্পর দিয়ে সরিয়ে দেওয়া হয়। এক নারী সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল দিতে এলেও তাকেও ফিরিয়ে দেওয়া হয়।
উচ্চ সতর্কতায় রাজধানী
ডিএমপি সূত্র বলছে, আজ সারাদিনই রাজধানীজুড়ে থাকবে টহল পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্পেশাল ইউনিটের তৎপরতা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা পরিকল্পিত উসকানির বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে