কুমারখালীতে বিনা মূল্যে লাইসেন্স পেলেন দেড় হাজার ভ্যানচালক

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ১,৫০০ ভ্যানচালকের হাতে বিনামূল্যে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই লাইসেন্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে (ভর্তুকি মূল্যে) এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভ্যানচালকদের হাতে লাইসেন্স তুলে দেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, সংরক্ষিত নারী সদস্য মোছা. মরিয়ম খাতুন (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড), মোছা. হাসি খাতুন (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যান মিজানুর রহমান জানান, "আমার ইউনিয়নে প্রায় দুই হাজার ভ্যানচালক রয়েছেন। তারা দিনরাত কঠোর পরিশ্রম করে সংসার চালান। তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের মতো এবারও বিনামূল্যে ১,৫০০ জনকে লাইসেন্স প্রদান করা হলো। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোনের অপব্যবহার রোধে চালকদের সচেতন করা হয়েছে।"
এদিকে, বিনামূল্যে লাইসেন্স পেয়ে খুশি চালকরা। রসুলপুর গ্রামের চালক এরশাদ শেখ বলেন, "পৌর এলাকায় গেলে লাইসেন্স করতে ৩০০ টাকা নেয়। কিন্তু চেয়ারম্যান ফ্রি দিচ্ছেন, খুব ভালো লাগছে।"
ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম জানান, প্রতিটি লাইসেন্সের প্রকৃত মূল্য ১০০ টাকা। গত বছর প্রায় ১,৬০০ জন চালককে বিনামূল্যে লাইসেন্স দেওয়া হয়েছিল।
১২৫ বার পড়া হয়েছে