ধামরাইয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার দেওনাই গ্রামে জমি দখল ও জাল দলিলের অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দেওনাই গ্রামীণ সড়কে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন শতবর্ষী বিধবা জুলেখা বেগম ও সূর্য বানু সহ গ্রামের বহু নারী ও পুরুষ। তারা অভিযোগ করেন, স্থানীয় সানোয়ার ও আলিম নামের দুই ব্যক্তি আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে গ্রামবাসীর জমি অবৈধভাবে দখল করছেন। এমনকি দখলকৃত জমিতে তারা পাকা ঘরবাড়ি নির্মাণ করছেন বলেও অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের দাবি, বহুবার প্রশাসনের দারস্থ হলেও তারা কোনো প্রতিকার পাননি। বরং প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরুপায় হয়ে মানববন্ধনের মাধ্যমে তারা তাদের জমি ফিরে পাওয়ার এবং সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালীন গ্রামবাসীরা সানোয়ার ও আলিমের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে চলা এই দখলবাজি বন্ধ না হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১০৭ বার পড়া হয়েছে