দৌলতপুরে গণপিটুনির পর হাসপাতাল থেকে চোরের পলায়ন

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রনি (৩০) নামে এক যুবক।
পরে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়ে পুলিশে সোপর্দ হলেও বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হাসানপুর গ্রামের আসলাম আলীর বাড়িতে চুরি করতে যায় রনি। চোরের সাড়া-শব্দে বাড়ির লোকজন জেগে উঠলে তারা চিৎকার শুরু করে। এতে আশপাশের মানুষ জড়ো হয়ে রনিকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আটক রনি একই ইউনিয়নের হরিণগাছি গ্রামের বাসিন্দা রহমত মণ্ডলের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, রনি এলাকায় পরিচিত একজন পেশাদার চোর এবং একটি সক্রিয় চোরচক্রের সদস্য হিসেবে পরিচিত।
হাসানপুর গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দাবি করছেন, রনিই এসব ঘটনার সাথে জড়িত।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “চুরির ঘটনায় এক যুবককে গ্রামবাসী আটক করে পুলিশকে জানায় এবং আমাদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে থানায় হেফাজতে আনা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় চোর রনির হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে