সর্বশেষ

সারাদেশ

লামায় হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

অভিযানে দুটি ইটভাটা ধ্বংস করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) পরিচালিত এই যৌথ অভিযানে ‘এলাহি ব্রিকস ম্যানুফেকচারিং’ এবং ‘সেভেন ব্রিকস ম্যানুফেকচারিং’ নামে দুটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও ফাইতং ফাঁড়ি পুলিশ।

ইউএনও মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক বাকি চারটি ইটভাটাও পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।”


অভিযান তালিকায় থাকা অন্যান্য ইটভাটাগুলোর মধ্যে রয়েছে: ইউনাইটেড ব্রিকস ম্যানুফেকচারিং, এনআরবি ব্রিকস ম্যানুফেকচারিং, শিরাত ব্রিকসএ এবং মবিআই ব্রিকস ম্যানুফেকচারিং।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গুড়িয়ে দেওয়া ভাটাগুলোর স্থানে গাছের চারা রোপণ করে সেসব এলাকায় ইটভাটার কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ ঘোষণা করা হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন