সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যমের অংশগ্রহণ বাড়াতে পরামর্শ সভা

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে Biodiversity Ecosystems Restoration for Community Resilience (BERCR) প্রকল্প, যা ERRD-CHT-UNDP এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও পরিষদের সদস্য মাম্যানু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো এবং ইউএনডিপির জেলা কর্মকর্তা অ্যাডভোকেট খুশী রায় ত্রিপুরা।

বক্তারা বলেন, বান্দরবানের সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তারা জানান, তথ্যনির্ভর সংবাদ, জনসচেতনতামূলক প্রতিবেদন ও প্রচারণার মাধ্যমে গণমাধ্যম পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করতে পারে।


প্রকল্প সংশ্লিষ্টরা জানান, BERCR প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনর্গঠন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং প্রকল্প বাস্তবায়নে তথ্যপ্রবাহ ও জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন