জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আগামী সপ্তাহে প্রকাশ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, "রোডম্যাপ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে এটি প্রকাশ করা হবে। তবে রোডম্যাপের কাঠামো বা পদ্ধতি কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।"
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে অবহিত করা হবে।
এছাড়াও, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন এ পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে বলে জানিয়েছেন সচিব। এসব আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর