জাতীয়
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত হয়েছেন মাহফুজা (৪৫) নামে এক নারী শিক্ষক, যিনি ঘটনার পর থেকে চিকিৎসাধীন ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও ১ শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ নিহত হয়েছেন মাহফুজা (৪৫) নামে এক নারী শিক্ষক, যিনি ঘটনার পর থেকে চিকিৎসাধীন ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজা। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় তাদের হাসপাতালে মারা গেছেন ১৯ জন। বর্তমানে ভর্তি আছেন ২৩ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ চলাকালীন একটি সামরিক বিমান দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় আহত ও নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৩৪। আজ মাহফুজার মৃত্যুর মধ্য দিয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর