সর্বশেষ

সারাদেশ

ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও মাগুরাগামী ডিডি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

ব্রিজের ওপর এ দুর্ঘটনার ফলে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, "দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।"

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন