আইন-আদালত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে উত্তোলিত সাদা পাথর আগের অবস্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
লুট হওয়া পাথর ফিরিয়ে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে উত্তোলিত সাদা পাথর আগের অবস্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা দাখিলেরও নির্দেশনা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশে আদালত বলেন, লুট হওয়া সব সাদা পাথর সাত দিনের মধ্যে পুনরায় আগের জায়গায় রাখতে হবে। এছাড়া পাথর লুটকারীদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভোলাগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগ রয়েছে, যা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে। আদালতের এই আদেশের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হলো।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর