ভারতের মোকাবিলায় রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখতে নতুন একটি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রকেট ফোর্স প্রচলিত যুদ্ধে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বাহিনীটি শত্রুপক্ষকে সর্বদিক থেকে আঘাত হানতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
শেহবাজ শরিফ তার বক্তব্যে বলেন, “এই রকেট ফোর্স কমান্ড হবে পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি যুগান্তকারী সংযোজন। এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” তবে বাহিনীর আকার, অস্ত্রসজ্জা বা মোতায়েন কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, নতুন এই বাহিনী একটি স্বাধীন কমান্ড হিসেবে কাজ করবে এবং এর মূল দায়িত্ব হবে প্রচলিত যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও পরিচালনা। তিনি স্পষ্ট করে বলেন, "এই বাহিনী মূলত ভারতের সামরিক শক্তিকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে।"
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে একাধিকবার সামরিক সংঘাতে জড়িয়েছে। সাম্প্রতিক উত্তেজনার শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে, যখন ভারতের কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে।
পরবর্তীতে মে মাসে দু’দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয়। ওই সংঘাতের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও নয়াদিল্লি জানিয়েছে, যুদ্ধবিরতি হয়েছে দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার ভিত্তিতে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই নতুন রকেট ফোর্স গঠন দক্ষিণ এশিয়ার কৌশলগত নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
১৪১ বার পড়া হয়েছে