ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে শিহাব (১৪) ও আরাফাত হোসেন (১৬) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের মৌরিবাড়ি এলাকায়।
নিহত শিহাব দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে এবং কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। অপরদিকে, আরাফাত একই গ্রামের কোরবান আলীর ছেলে এবং মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, ওই রাতেই শিহাব ও আরাফাত একটি মোটরসাইকেলযোগে বয়রাতলা বাজারের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি একটি বিপরীতমুখী বাইসাইকেল ও আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোট পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শিহাব, আরাফাত এবং বাইসাইকেল চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। ফরিদপুরে নেওয়ার পথেই শিহাবের মৃত্যু হয়। অপরদিকে, আরাফাতকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
নিহতদের জানাজা শেষে বৃহস্পতিবার দড়িগোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৭৪ বার পড়া হয়েছে