সর্বশেষ

শিক্ষা

নটর ডেমে একাদশের ভর্তির ফল প্রকাশ, মনোনীত ৩,২৯০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে মোট ৩,২৯০ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই আজ ১৪ আগস্ট বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ভর্তি ফরম পূরণ প্রক্রিয়া। নির্বাচিত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইটে (www.ndc.edu.bd) গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ভর্তি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তির সময়সীমা
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ফরম পূরণ এবং ফি জমা দেওয়ার সময়সীমা ১৭ আগস্ট, দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে, আর কোনো সুযোগ থাকবে না।

ফরম পূরণের পর তা এ-৪ সাইজের সাদা কাগজে উভয় পৃষ্ঠা প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে।

বিভাগভিত্তিক ভর্তি ফি
বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম): ২০,৬৩৯ টাকা
বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভার্সন): ৩১,৩৪৫ টাকা
ব্যবসায় শিক্ষা বিভাগ: ১৭,৭১০ টাকা
মানবিক বিভাগ: ১৭,৭১০ টাকা
আসন সংখ্যা
নতুন শিক্ষাবর্ষে কলেজে মোট ৩,২৯০টি আসন রয়েছে। এর মধ্যে:

বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম): ১,৮১০টি
বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম): ৩১০টি
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৭৬০টি
মানবিক বিভাগ: ৪১০টি
ভর্তির প্রক্রিয়া ও ফল প্রকাশের ধাপ
নটর ডেম কলেজে ভর্তির জন্য ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এরপর ৮ ও ৯ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়া হয়। ১১ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১৩ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পরদিনই, অর্থাৎ ১৪ আগস্ট, চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

ফলাফল দেখুন
ভর্তির চূড়ান্ত ফলাফল কলেজের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে: www.ndc.edu.bd

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন