সর্বশেষ

খেলা

টাইব্রেকারে টটেনহ্যামকে হারিয়ে ইতিহাস গড়ল পিএসজি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে প্রথমবারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

ইতালির উদিনে অনুষ্ঠিত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে সমতা ফেরায় ফরাসি জায়ান্টরা। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

প্রথমার্ধে ম্যাচে দারুণ শুরু করে টটেনহ্যাম। ৩৯ মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে লিড নেয় লন্ডনের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিটে) পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো, যিনি সন হিউং-মিনের অবসরের পর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।

তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় পিএসজি। ৮৫ মিনিটে লি কাং-ইনের নিচু শটে ব্যবধান কমায় তারা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে হেডে গোল করেন গনসালো রামোস, ম্যাচে ফেরান সমতা।

টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি পিএসজির, প্রথম শট পোস্টে লাগে। তবে পরবর্তী চারটি শটে সফল হয় তারা। অন্যদিকে, টটেনহ্যামের হয়ে ফন দে ফেনের শট ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আর মাথিয়াস তেলের শট যায় বাইরে। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি।

এই জয়ে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জয়ের গৌরব অর্জন করল। মাত্র কয়েক মাস আগেই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। অন্যদিকে, ইউরোপা লিগজয়ী টটেনহ্যামের জন্য এটি ছিল নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ—যেটি রূপ নিয়েছে হতাশায়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন