সর্বশেষ

আইন-আদালত

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পদ মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৭ আগস্ট আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

২০২১ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এর আগে ২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর তৎকালীন উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করেন পাপিয়া। এ সময়ে রুম-নাইট, খাবার, মদ, স্পা, লন্ড্রি ও মিনি বার বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল নগদ পরিশোধ করেন তিনি। হোটেলে অবস্থানকালে পাপিয়ার করা প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটারও কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

দুদকের অনুসন্ধানে পাপিয়া ও তার স্বামীর নামে সর্বমোট ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পাঁচ বছরে (২০১৫-২০২০) ৩০ লাখ টাকার বাসাভাড়া, এক কোটি টাকার গাড়ির ব্যবসায় বিনিয়োগ, ২০ লাখ টাকার কেএমসি কার ওয়াশ সলিউশনে বিনিয়োগ এবং ব্যাংকে তাদের নামে থাকা ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এছাড়া, র‌্যাবের অভিযানে পাপিয়ার বাসা থেকে উদ্ধার করা হয় নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং সুমনের নামে থাকা ২২ লাখ টাকা মূল্যের একটি হোন্ডা সিভিক (২০১২ মডেল) গাড়ি। এগুলোরও উৎস খুঁজে পায়নি দুদক।

দীর্ঘ তদন্ত শেষে গত ১১ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। এখন আদালতের রায়ে এই বহুল আলোচিত মামলার পরিণতি নির্ধারিত হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন