সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০০ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৬১ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে শুরু হওয়া ভয়াবহ বিমান হামলা ও গোলাবর্ষণে উত্তর গাজা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটির উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন, যাঁরা মানবিক সহায়তা নিশ্চিত করতে কাজ করছিলেন।

এছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে আরও একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার দেওয়া তথ্যে জানা যায়, ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর চালানো গুলিতে আরও ১৪ জন নিহত ও অন্তত ১১৩ জন আহত হয়েছেন। ফলে কেবল খাদ্যের সন্ধানে থাকা অবস্থায় বুধবারই নিহত হয়েছেন মোট ৩৭ জন।

অপরদিকে, দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংকটে এখন পর্যন্ত দুর্ভিক্ষে মোট ২৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১০৬ জনই শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। ওই হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী।

১৫ মাসেরও বেশি সময় ধরে চলা টানা সামরিক অভিযানে চাপে পড়ে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তবে যুদ্ধবিরতির দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে পুনরায় অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গাজায় চলমান এই হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে পড়েছে ইসরাইল। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

একইসঙ্গে, গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, পানি ও চিকিৎসাসেবার ঘাটতিতে বাসিন্দারা মারাত্মক মানবিক সংকটে পড়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, এই সংকট অব্যাহত থাকলে মৃতের সংখ্যা আরও বাড়বে এবং পুরো অঞ্চলজুড়ে দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন