সর্বশেষ

বিনোদন

জন্মদিনে কাছের মানুষদের ভালোবাসায় ভেসেছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য ১৩ আগস্ট ছিল বিশেষ এক দিন—তার জন্মদিন। ব্যক্তিগত জীবন ও পেশাগত নানা বিষয় নিয়ে সবসময় আলোচনায় থাকলেও, এদিন কোনো বিতর্ক নয়, শুধু নিজের জন্য সময় রেখেছেন অভিনেত্রী।

শুভেচ্ছায় ভরপুর দিন
জন্মদিনের সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা ফোনে ভেসে যাচ্ছিলেন শ্রাবন্তী। কলকাতার ইএম বাইপাসের কাছেই তার বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকেই জমে ওঠে উদ্‌যাপন। কাছের মানুষরা কেউ এনেছেন কেক, কেউ এনেছেন উপহার। শ্রাবন্তীর মুখেও ছিল পরিপূর্ণ তৃপ্তির হাসি।

বয়স নিয়ে প্রশ্নে শ্রাবন্তী বলেন, "বয়স নিয়ে লুকোছাপার কিছু নেই। তবে কেনই বা বলতে যাবো? সবটাই তো মনের ব্যাপার।"
এই দিনটিতে কাজ, রাজনীতি কিংবা ব্যক্তিগত কোনো প্রসঙ্গে কথা বলতে চাননি তিনি। শুধু খাওয়া-দাওয়া আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোই ছিল তার লক্ষ্য।


শ্রাবন্তী জানান, তার জন্মদিন শুধু ১৩ আগস্টেই সীমাবদ্ধ নয়। এই দিন তার নিজের জন্মদিন, আর পরদিন ১৪ আগস্ট তার ছেলে অভিমন্যুর জন্মদিন। তাই এই দুই দিনকে তিনি নিজের ‘দ্বৈত জন্মদিন’ হিসেবেই দেখেন।
"১৪ আগস্ট মা হিসেবে আমার জন্ম হয়েছিল। তার পরদিনই তো স্বাধীন ভারতের জন্ম। তিনদিনই আমাদের ঘরে চলে উদ্‌যাপন," বলেন শ্রাবন্তী।

জন্মদিনে ঘরে ছিলেন তার মা-বাবা ও দিদি। দুপুরের খাবারে ছিল পাঁঠার মাংস ও ইলিশ মাছ—দু’টোই তার প্রিয়। হেসে বলেন,
"আমার জন্মদিনটা একটু স্পাইসি বলা যায়!"

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন