৬ ঘণ্টা পর সিরাজগঞ্জে চালু হলো রেল, বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে টানা ছয় ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
রেল চলাচল শুরু হলেও দীর্ঘ সময়ের অবরোধে তৈরি হয়েছে শিডিউল বিপর্যয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অবরোধে অন্তত ৮টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে রয়েছে—চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং একটি তেলবাহী ট্রেন।
অবরোধ তুলে নেওয়ার সময় শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সকাল থেকে রেল ও সড়কপথ অবরোধ করা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছি। আজকের মতো অবরোধ প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
উল্লেখ্য, বুধবার সকাল ৯টা থেকে উল্লাপাড়া স্টেশনে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে রাজশাহী ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।
১৩৫ বার পড়া হয়েছে