পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে ‘পুশ ইন’ করল বিএসএফ

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ঘটনার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ জন নারী, ৯ জন পুরুষ এবং একজন শিশু। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “বিজিবি কর্তৃক আটক ২৩ জনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা বাংলাদেশি নাগরিক হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, সীমান্তে একের পর এক ‘পুশ ইন’ ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিজিবি সূত্রে জানা গেছে, গত তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৬৬ জন বাংলাদেশিকে একইভাবে জোর করে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
১০৫ বার পড়া হয়েছে