সর্বশেষ

আন্তর্জাতিক

খাবারের প্যাকেটের ভেতরে সাপ পেয়ে থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তেলেঙ্গানার মহবুবনগর জেলার জদচরলা পৌরসভায় এক বেকারি থেকে কেনা নাস্তার প্যাকেটের ভেতরে সাপ পাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্রিসাইল নামের এক নারী বেকারির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্রিসাইল নামের ওই নারী জদচরলার ‘আয়েঙ্গার বেকারি’ থেকে একটি ডিম পাফ ও একটি কারি পাফ কিনে বাড়িতে ফেরেন। পরিবারের সদস্যদের নিয়ে খাবার খোলার সময় কারি পাফটির ভিতরে একটি ছোট সাপ দেখতে পান তিনি।

বিষয়টি জানাতে তিনি সঙ্গে সঙ্গে বেকারিতে গেলে, অভিযোগ অনুযায়ী, দোকানের মালিক বিষয়টিকে হেলাফেলার সঙ্গে নেন এবং কোনও দায় স্বীকার না করে অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন। পরবর্তীতে স্রিসাইল ও তাঁর পরিবার জদচরলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে এখনো বেকারির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে।

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্বাধীনতা দিবস উপলক্ষে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (জিএইচএমসি) ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস) ও ১৬ আগস্ট (জন্মাষ্টমী) উপলক্ষে সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন হায়দরাবাদের সংসদ সদস্য ও এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি।

তিনি এই পদক্ষেপকে নাগরিকদের খাদ্যাভ্যাসে অযৌক্তিক হস্তক্ষেপ এবং স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিয়েছেন।

সাম্প্রতিক ঘটনাগুলো তেলেঙ্গানায় স্বাস্থ্য সচেতনতা ও ব্যক্তি স্বাধীনতা—দুয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন