শ্যামনগরে বিএনপি ও যুবদলের তিন কর্মী সাময়িক বহিষ্কার

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন:
মোতালেব হোসেন খাঁ, সদস্য সচিব, শ্যামনগর সদর ইউনিয়ন যুবদল
মফিজুর রহমান মফু, সার্চ কমিটির সদস্য, শ্যামনগর পৌর বিএনপি
সলতে বাবু, বিএনপির কর্মী
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তারই অংশ হিসেবে গত ২৫ জুলাই শ্যামনগর উপজেলার একাধিক ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন চলাকালে ভোট প্রদানে বাধা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রমাণ পাওয়া গেছে বহিষ্কৃতদের বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী হওয়ায় সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শৃঙ্খলা রক্ষায় দলের অবস্থান স্পষ্ট
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন,
“দলীয় শৃঙ্খলার বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের প্রতি আনুগত্য থাকলে, দলের আদর্শ ও নিয়ম-কানুন মেনে চলতে হবে।”
কাউন্সিল ঘিরে সংঘর্ষ
উল্লেখ্য, গত ২৫ জুলাই শ্যামনগর পৌর বিএনপির কাউন্সিল অধিবেশন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির সাবেক পৌর আহ্বায়ক লিয়াকত আলী বাবু ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা বিএনপির নেতারা কাউন্সিল অধিবেশন স্থগিত করেন।
১১১ বার পড়া হয়েছে