তিন দশকের রেকর্ড ভাঙল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ হারল পাকিস্তান

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ফিরিয়েছে পুরনো সেই আত্মবিশ্বাস। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ২০২ রানের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।
এ জয়ের মধ্য দিয়ে তারা ভেঙে দিল দীর্ঘ ৩৩ বছরের জয়-খরা—সর্বশেষ ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। দলের পক্ষে শাই হোপ একাই দলকে টেনে তোলেন দুর্দান্ত এক ইনিংসে। ৯৪ বলে অপরাজিত ১২০ রান করেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। জাস্টিন গ্রিভসের সঙ্গে সপ্তম উইকেটে মাত্র ৫০ বলে গড়ে তোলেন ১১০ রানের অপরাজিত জুটি। গ্রিভস খেলেন ২৪ বলে ঝোড়ো ৪৩ রানের ইনিংস।
তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় অধ্যায় ছিল পাকিস্তানের ব্যাটিং ধস। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। টপ অর্ডারের তিন ব্যাটার — সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান — সবাই ফেরেন শূন্য রানে।
শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে, ইনিংস গুটিয়ে যায় ২৯.২ ওভারে। ক্যারিবীয় পেসার জেডেন সিলস ছিলেন ধ্বংসাত্মক, মাত্র ১৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন।
এ জয়ের মাধ্যমে একদিকে যেমন ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় সিরিজ, তেমনি দীর্ঘ সময়ের পাকিস্তান-অভিশাপ থেকেও মুক্তি পেল তারা।
১০৮ বার পড়া হয়েছে