সর্বশেষ

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট 

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া পয়েন্টে (তিস্তা ব্যারাজ) নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। উল্লেখ্য, এ পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, উজানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সন্ধ্যার মধ্যে পানির প্রবাহ আরও বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের সবগুলো (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি বলেন, “বুধবার সকাল থেকেই পানি বাড়তে শুরু করে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

পানির এই হঠাৎ বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা এবং লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীতীরবর্তী এলাকায়ও পানি ঢুকে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন