কুষ্টিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মাদক জব্দ

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে একজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকও আটক হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সীমান্তপথে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে:
১০ বোতল বিদেশি মদ
২০ বোতল ফেন্সিডিল
৭০০ গ্রাম হেরোইন
৫,২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট
১৯,১১২ প্যাকেট নকল বিড়ি
১,৪৫০ পিস চকলেট বাজি
২,৩৬৫.৫ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল
২,৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন
২,৭৪০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট
সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা। অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ মুর্শেদ রহমান পিএসসি বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।
১০৪ বার পড়া হয়েছে