সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি চলন্ত ট্রাকের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলপাম্প এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন—দারিদহ বাজার এলাকার পরাগ মিয়ার ১৯ দিনের শিশু সন্তান রাফি, পিয়ারাপুর গ্রামের মাদ্রাসাশিক্ষক জাহিদুল ইসলাম এবং একই এলাকার বাসিন্দা আজহার আলী।

আহতদের মধ্যে রয়েছেন—রিমি বেগম (৪০), নুসরাত (৯), রাফি (৩), রিক্তা বেগম (৩৫), জাকিয়া বেগম (৩৫), রুপালী (১৮), অটোরিকশাচালক সজীব (৩০) এবং রুমিনা খাতুন (১১)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দিনাজপুর থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আশিক ইকবাল জানান, আহতদের মধ্যে কারও অবস্থাই স্থিতিশীল নয়, তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়ায় রেফার করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন