নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ছে, কর্মকর্তার সংখ্যা ৯ লাখ ছাড়াবে

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে ৪৫ হাজার ৯৮টি, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় ২ হাজার ৯৫০টি বেশি। এসব কেন্দ্রে থাকবে আনুমানিক ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ।
মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভাটি আয়োজন করা হয় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত বিষয়ে।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। সেই তুলনায় এবার প্রায় ১৯ হাজার নতুন ভোটকক্ষ যুক্ত হচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এর মধ্যে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকরা অন্তর্ভুক্ত থাকবেন।
এত বিপুল সংখ্যক ভোটার এবং কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজন হবে প্রায় ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তা। অতিরিক্ত ১০ শতাংশ কর্মকর্তাকে প্যানেলভুক্ত করার রেওয়াজ অনুসারে, এবার প্রশিক্ষণ দেওয়া হবে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তাকে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দক্ষ ও অভিজ্ঞ জনবল নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
১১৩ বার পড়া হয়েছে