সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানি করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে শিগগিরই আমদানি অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “দেশীয় বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় এবার নিয়ন্ত্রিতভাবে পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকেই নয়, ব্যবসায়ীরা যেখান থেকেই কম দামে পেঁয়াজ আনতে চান, সেখান থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে।”
উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—দাম সহনীয় রাখা ও সরবরাহ স্বাভাবিক করা। তাই দরকার হলে বহুমুখী উৎস থেকে আমদানি করা হবে।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকায়, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়।
এ পরিস্থিতিতে সরকার আমদানি অনুমোদনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত কবে থেকে আমদানি শুরু হবে এবং কী পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে—তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
১৩৬ বার পড়া হয়েছে