সর্বশেষ

জাতীয়

ঢাকায় আসছে ইউরোপীয় প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও সিভিল সোসাইটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে আজ ঢাকায় আসছে।

ফ্রিডরিশ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপ, বিশেষ করে জার্মানির সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টি করা। প্রতিনিধি দলে রয়েছেন জার্মান বুন্ডেসটাগ সদস্য সান্দ্রা ওয়েজার, প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ড. মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি ড. জুর্গেন মার্টেন্সসহ জার্মান রাজনীতি, অর্থনীতি ও সিভিল সোসাইটির একাধিক বিশিষ্ট ব্যক্তি।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যোথে ইনস্টিটিউট, বিমস্টেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবে। সেখানে শ্রম অধিকার, সরবরাহ শৃঙ্খল এবং দক্ষ শ্রমিক অভিবাসন বিষয়ে তারা ধারণা নেবেন। এছাড়াও তারা আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও নীতি সংস্কার নিয়ে খ্যাতনামা অর্থনীতি ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে সংলাপে অংশ নেবেন।

এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. কার্স্টেন ক্লেইন জানান, দক্ষিণ এশিয়া বর্তমানে ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধরনের সফরের মাধ্যমে উদার গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে তার ভূমিকা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন