সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে বিএনপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাগলাছড়া এলাকার নাতাংঝিরি থেকে শান্তি লাল তঞ্চগ্যা (৪৩) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্তি লাল তঞ্চগ্যা রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার বাসিন্দা। তিনি রংকুম্যা তঞ্চগ্যার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। পেশায় দিনমজুর শান্তি লাল সাধারণত চট্টগ্রামের সাতকানিয়া ও আশপাশের এলাকায় কাজ করতেন এবং প্রতি ৬-৭ দিন পর বাড়ি ফিরতেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নাতাংঝিরি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং শরীরে প্রচুর পোকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটেছে পাঁচ থেকে ছয় দিন আগে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শান্তি লাল গত চার-পাঁচ দিন ধরে বাড়িতে ফেরেননি। মাঝে মাঝে তিনি আম বাগানের ব্যাপারিদের সঙ্গেও কাজ করতেন এবং বিভিন্ন বাগান দেখিয়ে দিতেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ বলেন, “খবর পাওয়ার পরপরই একটি মোবাইল টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন