সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছেন জেড আই খান পান্না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই মাসে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

তবে ট্রাইব্যুনাল-১ তাঁর আবেদনটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এ পান্নার পক্ষে আবেদনটি দাখিল করেন আইনজীবী নাজনীন নাহার। কিন্তু শুনানির প্রাথমিক পর্যায় অতিক্রম করে মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্বে থাকায়, ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহণযোগ্য মনে করেনি।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছিল ট্রাইব্যুনাল। তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন এবং ইতোমধ্যে মামলায় শেখ হাসিনার পক্ষে একাধিক শুনানিতে অংশ নিয়েছেন।

আবেদন খারিজের কারণ ব্যাখ্যা করে ট্রাইব্যুনাল বলেন, “এই পর্যায়ে এসে আর নতুন আবেদন গ্রহণ করার সুযোগ নেই। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বললে ট্রেনে ওঠা যায় না।”

ট্রাইব্যুনালের এ মন্তব্যে স্পষ্ট, মামলার অগ্রগতির এই পর্যায়ে নতুন কোনো আইনজীবীকে যুক্ত করার চেষ্টা সময়োপযোগী নয় বলেই তারা মনে করছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন