সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“পরিকল্পিত বনায়ন করি–সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

সোমবার (১১ আগস্ট) সকালে শহরের টাউন হল চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “সবুজ অরণ্য বাঁচলেই বাঁচবে প্রকৃতি ও প্রাণ। পরিবেশ রক্ষা পেলে টিকে থাকবে জীববৈচিত্র্য ও পৃথিবী হবে নিরাপদ।” তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন, জেলা বিএনপি সম্পাদক এমএন আবছার, জেলা জামায়াতের আমির আব্দুল মোমেন, জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক সমীর মল্লিক ও কানন আচার্য।


উপস্থিত ছিলেন সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আয়োজিত এই মেলায় ২৬টি স্টল অংশ নিয়েছে। মেলার অংশ হিসেবে খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

সভার বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের ভূমিকা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। সবাইকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন