জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এখন কমিশন ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট এই কমিশন গঠিত হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, যা শেষ হচ্ছে আগামী ১৫ আগস্ট। তবে সময় শেষ হওয়ার আগে কমিশনের কার্যক্রমে আরও অগ্রগতি আনতে মেয়াদ বাড়ানো হলো।
কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। বাকি সদস্যরা হলেন—জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। মূলত, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমনের ক্ষেত্রে বিদ্যমান ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের কাজ করছে এটি। একইসঙ্গে, জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ ও পরামর্শ চালিয়ে যাচ্ছে কমিশন।
কমিশনের প্রশাসনিক সহায়তার দায়িত্বে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
১০৬ বার পড়া হয়েছে