সাহিত্য
মূল শহরে একটা রাস্তা একেবারেই অপ্রতুল
কুষ্টিয়া শহর

মোঃ জাকির হোসেন সরকার
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মূল শহরে একটা রাস্তা একেবারেই অপ্রতুল
রেললাইনটা শহরের মাঝে, মস্ত একটা ভুল।
শহরের মাঝে জায়গা হবে সুন্দর পরিপাটি
রেললাইনটা যদি গাড়ে পূর্বের জায়গায় ঘাঁটি।
গড়াই গাঙে আরেকটা সেতু ঘোড়ার ঘাটে হলে
জনগণের নিত্য দিনের পারের সুযোগ মেলে।
গড়াই তীরে দুই ধারেতে একশো ফুটের ডহর
তিন সেতুতে সংযোগ দিলে বদলে যাবে শহর।
কলেজ মোড় ও কোর্ট স্টেশনে সকাল দুপুর বিকাল
জনদুর্ভোগ বাড়ছে রোজ, যানজটে মানুষ নাকাল।
শহর জুড়ে জবর দখল অবৈধ দোকান পাট
উচ্ছেদ করে গড়তে হবে বড় রাস্তা বাজার ঘাট।
একটু খানি বৃষ্টি হলেই সড়ক ডোবে জলে
স্যুয়ারেজ লাইনের সংস্কার দরকার আমুলে।
পরিচ্ছন্নতা সবুজায়ন চলমান অভিযান
আরো উৎকর্ষ এনে দিতে পারে বৈশ্বিক সম্মান।
১৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর