বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ সই

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব চুক্তি ও নোট স্বাক্ষরিত হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার কিছু আগে (মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা) এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়াবলি। অন্যদিকে, তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয় উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়নের লক্ষ্যে।
দ্বিপক্ষীয় বৈঠকের আগে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পুত্রজায়া পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর মালয়েশিয়ার শীর্ষ কূটনীতিকদের সঙ্গে অধ্যাপক ইউনূসের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, এই সফর এবং স্বাক্ষরিত চুক্তিগুলো দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করতে সহায়ক হবে।
১১১ বার পড়া হয়েছে