সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সদরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “খোকসা সর্বস্তরের সাংবাদিক সমাজ” ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম প্রবীণের সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গত ৭ আগস্ট বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দিনের আলোয় যেভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে চরম প্রশ্নের জন্ম দিয়েছে। তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যার ঘটনা আজও বিচারহীন রয়ে গেছে, যা উদ্বেগজনক।


মানববন্ধন থেকে দেশের সকল সাংবাদিকের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা, তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানানো হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন