দৌলতপুরে পুলিশের সোর্স গুলিবিদ্ধ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হামীদ (৪০) নামে এক পুলিশের সোর্স গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ একজন সন্ত্রাসীকে আটক করেছে। গুলিবিদ্ধ হামীদ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। অভিযানের লক্ষ্য ছিল ফিলিপনগর মাঠপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান তারাগদিয়ার (৪৫) বাড়ি।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে পুলিশের সোর্স আব্দুল হামীদ গুলিবিদ্ধ হন। তিনি মিরপুর উপজেলার নওদা খালিমপুর এলাকার বাসিন্দা।
পালিয়ে যায় ‘চল্লিশ বাহিনী’র প্রধানসহ তিনজন
অভিযানের সময় ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখি (৩৫), বৈরাগীর চর এলাকার মিঠু লাল (৩২) এবং নুরুজ্জামান তারাগদিয়া (৪৫) গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি হিরো ডিলাক্স মোটরসাইকেলসহ নুরুজ্জামানকে আটক করতে সক্ষম হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আমাদের একজন সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। একজন সন্ত্রাসীকে মাদকসহ আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
সংগৃহীত তথ্য অনুযায়ী, দৌলতপুর এলাকায় মাদক ও অস্ত্র সন্ত্রাস রোধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত সময়ের মধ্যেই সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
১৪৭ বার পড়া হয়েছে