এমা টমসনকে ডেটের প্রস্তাব ট্রাম্পের, বললেন "আমি রাজি হলে ইতিহাস বদলে যেত"

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী এমা টমসন সম্প্রতি এক চমকপ্রদ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার তাঁকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন—আর তা এসেছিল তাঁর বিবাহবিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হওয়ার ঠিক দিনেই।
৬৬ বছর বয়সী এই অভিনেত্রী সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লিওপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ১৯৯৮ সালে ‘প্রাইমারি কালারস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে, নিজের ট্রেলারে অবস্থানকালে তিনি হঠাৎ ট্রাম্পের ফোন পান।
এমার ভাষায়, “ফোনটা ধরতেই একজন বললেন, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ আমি প্রথমে ভেবেছিলাম, কেউ মজা করছে। তারপর তিনি বললেন, ‘আমি চাই আপনি আমার কোনো সুন্দর জায়গায় এসে থাকুন, আমরা একসঙ্গে ডিনার করতে পারি।’ আমি বললাম, ‘ওহ, দারুণ প্রস্তাব। আপনাকে পরে জানাব।’”
টমসন জানান, পরে জানতে পারেন সেই দিনই তাঁর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত কাগজপত্র হাতে পেয়েছিলেন। ট্রাম্প কীভাবে তাঁর ফোন নম্বর পেয়েছিলেন, তা নিয়েও কৌতুক করে তিনি বলেন, “হয়তো তাঁর লোকজন সদ্য তালাকপ্রাপ্ত নারীদের খুঁজে দেন। আমার নম্বর সম্ভবত আমার ট্রেলার থেকে সংগ্রহ করা হয়েছিল। পুরো ঘটনাটাই যেন পিছু নেওয়ার মতো।”
মজা করে এমা টমসন আরও বলেন, “আমি যদি তাঁর প্রস্তাবে রাজি হতাম, হয়তো আজ বলার মতো এক অদ্ভুত গল্প থাকত। এমনকি, সম্ভবত আমিই আমেরিকার ইতিহাস বদলে দিতাম!”
উল্লেখ্য, এমা টমসন ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত অভিনেতা কেনেথ ব্রানাঘের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। পরে ২০০৩ সালে তিনি গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। অন্যদিকে, ট্রাম্প ১৯৯৯ সালে মার্লা ম্যাপলসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন এবং ২০০৫ সালে মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।
এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন আরেক হলিউড তারকা সালমা হায়েকও। তিনি জানান, এক অনুষ্ঠানে ট্রাম্প তাঁর কাঁধে কোট জড়িয়ে দেন, তখন তাঁর প্রেমিক পাশে ছিলেন। পরে ট্রাম্প সালমার নম্বর সংগ্রহ করে তাঁকে ডেটের প্রস্তাব দেন। সালমা বলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি সম্পর্কে রয়েছেন। তবে ট্রাম্প তখন বলেন, “তোমার প্রেমিক তোমার জন্য যথেষ্ট ভালো নয়, তোমার উচিত আমার সঙ্গে দেখা করা।”
বর্তমানে সালমা হায়েক ফরাসি বিলিয়নিয়ার ফ্রাঁসোয়া-অঁরি পিনোর সঙ্গে বিবাহিত।
১২৭ বার পড়া হয়েছে