সর্বশেষ

জাতীয়

৭ ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি, ৯ পরিদর্শক অবসরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদলে ৭ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে, জনস্বার্থে ৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা
যাঁরা অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পেয়েছেন, তাঁরা হলেন:

মো. আলী হোসেন ফকির, ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
জিএম আজিজুর রহমান, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)
মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
মো. মোস্তফা কামাল, ডিআইজি, এপিবিএন
কাজী মো. ফজলুল করিম, ডিআইজি, পুলিশ সদর দপ্তর
মো. রেজাউল করিম, ডিআইজি, হাইওয়ে পুলিশ
মো. আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদোন্নতিগুলো সুপারনিউমারারি (অতিরিক্ত) পদে দেওয়া হয়েছে এবং এসব পদ সৃষ্টির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। কোনো পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন।

৯ পরিদর্শককে অবসরে পাঠানো
অন্যদিকে, ৯ জন পুলিশ পরিদর্শককে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। অবসর কার্যকর করা হয়েছে অবিলম্বে।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন:

মো. কামাল হোসেন, পুলিশ পরিদর্শক, যমুনা সেতু-পূর্ব নৌ-ফাঁড়ি (নৌ-পুলিশ)
নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক, সিআইডি মৌলভীবাজার
আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক, মধুপুর সার্কেল অফিস, টাঙ্গাইল
মামুন অর রশিদ, পুলিশ পরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ (মুন্সীগঞ্জ ও পদ্মা সেতু জোন)
এস এম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক, রিজার্ভ অফিস, নারায়ণগঞ্জ
আব্দুল কুদ্দুস ফকির, পুলিশ পরিদর্শক, সিআইডি নরসিংদী
শিকদার মো. শামীম হোসেন, পুলিশ পরিদর্শক, এপিবিএন-৪, বগুড়া
আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক, সিআইডি কন্ট্রোল রুম
মো. সেলিমুজ্জামান, পুলিশ পরিদর্শক, কুলাউড়া রেলওয়ে থানা
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অবসর ও পদোন্নতির সিদ্ধান্তগুলো জনস্বার্থে গৃহীত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন