সর্বশেষ

জাতীয়

তরুণদের আলাদা বুথ, ৮০ হাজারের বেশি সেনা থাকবে: উপদেষ্টা

কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্রের বুথ থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নম্বর) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, "নির্বাচন যেন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তরুণ ভোটার, বিশেষ করে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। নারী ও পুরুষদের জন্য তো আলাদা বুথ থাকছেই।"

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগ থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের নির্দেশনাও ইতোমধ্যে দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের ঘোষণা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “এই ক্যামেরাগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”

বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনা মোতায়েনসহ আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনী দায়িত্বে থাকবেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাসস্ট্যান্ড বা টেম্পুস্ট্যান্ড দখল করে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে—যে দলেই থাকুক না কেন।”

কারাগার ও থানা পরিদর্শন

ভোটকেন্দ্র পরিদর্শনের আগে উপদেষ্টা র‍্যাব-১০ সদর দপ্তর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি বন্দিদের খাওয়া-দাওয়া ও জীবনমান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি কেরানীগঞ্জ মডেল থানাও পরিদর্শন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই অনুষ্ঠিত হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন