প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ ১৬ দল, চূড়ান্ত সিদ্ধান্ত মাঠ যাচাইয়ের পর

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নিবন্ধনের জন্য আবেদন করা ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন মাঠ পর্যায়ে যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।
এর মধ্যে উল্লেখযোগ্য দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসির কর্মকর্তারা জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর ঘোষিত কেন্দ্রীয় কমিটি, রাজনৈতিক কার্যক্রম, অফিস, সদস্যসংখ্যা এবং সাংগঠনিক কার্যক্রম বাস্তবেই রয়েছে কি না, তা মাঠপর্যায়ে তদন্ত করে দেখা হবে।
১৪৭টি দলের আবেদন, ৮০টি দল জমা দেয় সম্পূর্ণ নথি
নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে। পরবর্তীতে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। বর্ধিত সময়সীমায় মোট ১৪৭টি দল নিবন্ধনের আবেদন জমা দেয়, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন করে।
তবে প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, সব দলের আবেদনপত্রেই কাগজপত্রের ঘাটতি ছিল। ফলে ইসি ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে দলগুলোকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য চিঠি পাঠায়। এই সময়সীমার মধ্যে ৮০টি দল প্রয়োজনীয় নথি জমা দিতে সক্ষম হয়। ছয়টি দল ছাড়া বাকি সবাই অতিরিক্ত সময় চায়।
বর্তমানে নিবন্ধিত দল ৫০টি
বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয় ২০০৮ সালে, আরপিও (নির্বাচনী আইন) অনুযায়ী। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।
ইসি সূত্র জানায়, নিবন্ধনের ক্ষেত্রে রাজনৈতিক দলের সংবিধান, কমিটি, সদস্য সংখ্যা, কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের কার্যক্রমের উপস্থিতি প্রমাণ করতে হয়। এসব যাচাই করে কমিশন চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নেয়।
১০৬ বার পড়া হয়েছে