সাহিত্য
ঘুম থেকে জেগে আরশিতে মুখ দেখি
শুভ জন্মদিন

গুলশান চৌধুরী
রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘুম থেকে জেগে আরশিতে মুখ দেখি
কপোলের মাঝখানে গোলাপি আঁকিবুকি
খুব আদরে কাছে এসে চুপিসারে
গলেতে চুম দিয়ে গভীর আবেগে
জড়িয়ে ধরে তারা
বলল সমস্বরে
মা, শুভ জন্মদিন।
৫৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর