সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে বিষাক্ত মদ পানে প্রাণ গেল দুইজনের

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কালামপুর আদর্শ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন—বিপ্লব পুজার এবং সুদির দিগার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ধামরাইয়ের একটি সুতা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন, আর সুদি নদীতে কুচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রামবাসীরা জানান, নিহতরা কাশেম নামের এক বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তারা প্রায়ই মদ্যপান করতেন। বৃহস্পতিবার রাতে মদ্যপান শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পাশের ঘরের এক ভাড়াটিয়া তাদের ঘরে ঢুকে দেখতে পান, তারা দুজনই নিথর অবস্থায় বিছানায় পড়ে আছেন। স্থানীয়দের সন্দেহ হলে বাড়ির মালিক কাশেম ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হন এবং পরে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন