সর্বশেষ

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অর্থনীতির স্থিতিশীলতা ফিরে এসেছে: সিপিডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত এক বছরে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার ও নীতিগত পদক্ষেপে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সিপিডি ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ব্যাংক খাত সংস্কারের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থামানো গেছে। ফলে অর্থনীতি এক বড় ধরনের ধস থেকে রক্ষা পেয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য।”

তবে চ্যালেঞ্জ এখনো অনেক, উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, “উচ্চ মূল্যস্ফীতি এখনো বড় সমস্যা। দরিদ্র জনগোষ্ঠীর স্বস্তির জন্য যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, সেগুলো অব্যাহত রাখা দরকার। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ চালিয়ে যেতে হবে।”


তিনি আরও বলেন, “বর্তমানে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন কোনো বড় দেশি বা বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা নেই, তবে সম্ভাব্য খাতগুলোকে প্রস্তুত রাখলে আগামীতে সরকার গঠনকারীরা সহজেই বিনিয়োগ আকর্ষণ করতে পারবেন।”

সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন তুলেন সিপিডি নির্বাহী পরিচালক। তার ভাষায়, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা জানি। আগামী ৫-৬ মাসে সংস্কার কাজ কতটা বাস্তবায়ন হবে, তা অনিশ্চিত। কারণ এখন পর্যন্ত সংস্কারের অগ্রগতি ছিল বেশ ধীরগতির।”

ডায়ালগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও অর্থনীতিবিদরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন