সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে আদালত সড়ক ঘুরে সেলিম ট্রেড সেন্টার হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সমির মল্লিক। এতে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্য প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের তালিকা দীর্ঘ হচ্ছে, কিন্তু সেগুলোর সঠিক বিচার হচ্ছে না। সাগর-রুনি হত্যা মামলাসহ আগের হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই সাহস দেখাচ্ছে।
নেতৃবৃন্দ সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত তুহিনের পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
আন্দোলনে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
১১১ বার পড়া হয়েছে