সর্বশেষ

সারাদেশ

টঙ্গীতে টুকরা লাশের রহস্য উদ্‌ঘাটন, তিন আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে পাওয়া মাথাবিহীন টুকরা লাশের রহস্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) উন্মোচন করেছে। পূর্ব বিরোধের জের ধরে আসামি আপেলের বাসায় নিহত অলি মিয়াকে খুন করা হয় বলে জানানো হয়েছে।

রোববার (১০ আগস্ট) র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত ৮ আগস্ট টঙ্গীর স্টেশন রোডের পাশে দুটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন একটি লাশ পাওয়া যায়। ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ শুরু করে। পরে মরদেহের মাথা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

নিহত অলি মিয়া নরসিংদী জেলার বাসিন্দা ছিলেন এবং গ্রেফতারকৃতরা তার পূর্ব পরিচিত। তারা টঙ্গী এলাকায় বসবাস করতেন। ৬ আগস্ট আসামিদের বাসায় অলি মিয়াকে হত্যা করা হয় এবং তার লাশ টুকরা টুকরা করে ট্রাভেল ব্যাগে রেখে স্টেশন রোডে ফেলে রাখা হয়।

র‍্যাব জানায়, খুনের আগে আসামিরা অলি মিয়াকে রেললাইনে ট্রেনে চাপা দেয়ার চেষ্টা করেন, যা ব্যর্থ হলে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করেন।

তদন্তে জানা যায়, নিহত অলি মিয়া ও আপেল নামে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন