বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ (১০ আগস্ট)। ১৯২৪ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গরিব পরিবারে বেড়ে ওঠা সুলতান জীবনের প্রথম দিকে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি ছবি আঁকা শুরু করেন।
তার অদম্য প্রতিভা ১৯৩৩ সালে পঞ্চম শ্রেণিতে পড়াকালীন জমিদার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আঁকার মাধ্যমে প্রকাশ পায়।
১৯৩৮ সালে কলকাতায় গমন করে সেখানকার আর্ট স্কুলে ভর্তি হন তিনি। ১৯৪৬ সালে ভারতের সিমলায় এবং ১৯৪৮ সালে পাকিস্তানের লাহোরে একক চিত্র প্রদর্শনী আয়োজন করেন। সুলতানের ছবি ইউরোপের বিখ্যাত শিল্পীদের সঙ্গে প্রদর্শিত হয়, যেখানে পাবলো পিকাসো, সালভেদর দালি ও পল ক্লিসহ অন্যান্য খ্যাতিমান শিল্পীদের কাজের পাশেই তার সৃষ্টি স্থান পায়।
১৯৫৩ সালে নড়াইলে ফিরে তিনি চারুকলা শিক্ষার ব্যবস্থা করেন এবং ১৯৬৯ সালে ‘দ্যা ইনস্টিটিউট অব ফাইন আর্ট’ প্রতিষ্ঠা করেন। শিশু-কিশোরদের জন্য ‘শিশুস্বর্গ’ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তিনি অবদান রাখেন। ১৯৯২ সালে নিজ অর্থায়নে একটি ভ্রাম্যমাণ শিশুস্বর্গের নৌকা নির্মাণ করেন।
চিত্রাঙ্কন ছাড়াও বাঁশি এবং সুরযন্ত্রে পারদর্শী ছিলেন এসএম সুলতান। বিষধর সাপ, ভল্লুক, বানরসহ নানা পশু-পাখি পালন করতেন তিনি। তার অবদান হিসেবে তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদকসহ অনেকে জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।
অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ নামে খ্যাত এসএম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় স্থাপিত সংগ্রহশালার পাশে দাফন করা হয়েছে।
এসএম সুলতানের ১০১তম জন্মদিন উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে রয়েছে পবিত্র কোরআন খতম, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
১৩৫ বার পড়া হয়েছে