সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা রাশিয়ার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে রাশিয়া।

শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও গভীর সংকটে ফেলতে পারে। খবর এএফপির।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, "গাজায় ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে চলমান মানবিক বিপর্যয় আরও তীব্র হবে। এ অঞ্চল ইতোমধ্যেই ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণ স্পষ্ট।"

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৭ শতাংশ অঞ্চল বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে অথবা সেখানকার বাসিন্দারা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় রয়েছে। জাতিসংঘ এ অবস্থাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করে জানিয়েছে, নতুন করে সামরিক অভিযান চালালে তা ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হামাস, ইরান, সৌদি আরব একে ‘জাতিগত নিধন ও গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে।
মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ একাধিক দেশ জানিয়েছে, এই পদক্ষেপ দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের শামিল।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে ইসরায়েলের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতি, মানবিক সাহায্যের অবাধ প্রবাহ এবং বন্দিদের মুক্তির ওপর জোর দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই দখল পরিকল্পনা শুধু গাজার বর্তমান সংকটই নয়, বরং গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা ডেকে আনতে পারে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন