ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন ও মিছিল

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের প্রতি নিপীড়ণের প্রতিবাদে ও বিচারের দাবিতে রোববার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মুখে কালো কাপড় বেঁধে ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ জানান।
মানববন্ধনে সংস্থার আহ্বায়ক সাংবাদিক এম. আর. রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিট সভাপতি এম. এ. কবির, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম. বুরহান উদ্দীন, এস. এ. এনাম, এস. এম. রবি, মর্নিং বেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর রহমান লিটন, রেল আব্দুল্লাহ, জাহান লিমনসহ অনেকে।
বক্তারা সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া নিপীড়ন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনের পরে একটি মৌন মিছিল পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে শেষ হয়।
১৪৪ বার পড়া হয়েছে