‘শূন্য রিটার্ন’ দাখিল আইনত বৈধ নয়: এনবিআরের নতুন নির্দেশনা

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘শূন্য রিটার্ন’ দাখিলের প্রচার ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
করদাতাদের সতর্ক করে রবিবার (১০ আগস্ট) এক নতুন নির্দেশনা জারি করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে।
নির্দেশনায় বলা হয়, আয়কর আইন ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো ধারা বা বিধান নেই। করদাতাকে অবশ্যই প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য রিটার্নে দিতে হবে। প্রকৃত আয় না থাকলে করের পরিমাণ শূন্য হতে পারে, কিন্তু রিটার্ন ফর্মে ইচ্ছাকৃতভাবে সব ঘর শূন্য রেখে জমা দিলে তা মিথ্যা তথ্য হিসেবে গণ্য হতে পারে।
এনবিআর আরও জানায়, মিথ্যা তথ্য প্রদান করলেই আয়কর আইন অনুযায়ী সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এর আগের দিন শনিবার (৯ আগস্ট) ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “জিরো রিটার্ন বলতে আয়কর আইনে কিছু নেই। এটি অত্যন্ত বিপজ্জনক ধারণা। করদাতা রিটার্নে যা উল্লেখ করেন, সেটিই তার আইনি বক্তব্য। মিথ্যা তথ্য দেওয়া হলে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে।”
তিনি আরও জানান, বিভ্রান্তি দূর করতে শিগগিরই এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে—যা পরদিনই কার্যকরভাবে প্রকাশ পায়।
১০৭ বার পড়া হয়েছে